আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, আকীদায়ে খতমে নবুওয়ত হলো মুসলিম উম্মাহর ঈমানের নিরাপত্তা ও ঐক্যের মূল ভিত্তি। নবী করীম হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ) সর্বশেষ নবী এবং তাঁর পর কিয়ামত পর্যন্ত আর কোনো নতুন নবীর আগমন ঘটবে না—এই মৌলিক বিশ্বাসকে রক্ষা ও প্রচার করাই আমাদের প্রধান লক্ষ্য।

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য
আমাদের এই পবিত্র কার্যক্রম কয়েকটি সুনির্দিষ্ট স্তম্ভের উপর প্রতিষ্ঠিত:

  • মৌলিক আকীদা সংরক্ষণ: মুসলিম উম্মাহকে আকীদায়ে খতমে নবুওয়ত – এর অসীম গুরুত্ব সম্পর্কে সচেতন করা এবং কোনো প্রকার সন্দেহ, সংশয় বা বিভ্রান্তি থেকে তাদের ঈমানকে রক্ষা করা।
  • ব্যাপক দাওয়াত ও প্রচার: কুরআন-হাদীসের অকাট্য দলিলের ভিত্তিতে খতমে নবুওয়তের সত্যতা ও মর্যাদা সমাজের সর্বস্তরে, বিশেষ করে নতুন প্রজন্মের কাছে, ব্যাপকভাবে তুলেধরা ও প্রচার করা।
  • ভ্রান্ত মতবাদ খণ্ডন: ইসলামের এই মৌলিক আকীদার পরিপন্থী, বিশেষত কাদিয়ানী (আহমদীয়া) মতবাদের মতো ফেতনা ও মিথ্যা নবুওয়তের দাবিদারদের অপতৎপরতা সম্পর্কে মুসলিমদের সতর্ক করা। আমরা যুক্তি ও প্রমাণের মাধ্যমে তাদের মিথ্যাচার কঠোরভাবে খণ্ডন করি।
  • শিক্ষামূলক কার্যক্রম: ভবিষ্যৎ প্রজন্মের জন্য দাঈ ও মুনাযির (প্রচারক ও বিতর্কে অংশগ্রহণ কারী) তৈরির জন্য আমরা বিশেষ খতমে নবুওয়ত কোর্স, সেমিনার ও মাসিক আলোচনা সভা (মুহাযারা) আয়োজন করে থাকি।
  • প্রকাশনা ও মিডিয়া: বই, পুস্তিকা, লিফলেট এবং অনলাইন দাওয়াহ মিডিয়ার সাহায্যে খতমে নবুওয়তের বার্তা বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া আমাদের অন্যতম প্রধান দায়িত্ব।

মানবিক কার্যক্রম ও পুনর্বাসন
আমরা বিশ্বাস করি যে, ধর্মীয় দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের সেবা করাও ইবাদতের অংশ। তাই আমরা:

  • নওমুসলিম পুনর্বাসন: ভ্রান্ত মতবাদ ত্যাগ করে ইসলামের সঠিক পথে ফিরে আসা নওমুসলিম ভাই-বোনদের আশ্রয়, পুনর্বাসন, অর্থনৈতিক সহায়তা এবং কর্মসংস্থানের ব্যবস্থা করি।
  • সমাজ কল্যাণ: ধর্মীয় কার্যক্রমের পাশাপাশি মসজিদ, মক্তব প্রতিষ্ঠা, এতিম-অসহায়দের সাহায্য এবং বিভিন্ন সেবামূলক কাজের মাধ্যমে সমাজের মানুষের পাশে দাঁড়াই।

আমরা আপনাদের সহযোগিতা ও অংশগ্রহণে এই ঈমান রক্ষার পবিত্র আন্দোলনকে আরও বেগবান করতে চাই। আপনিও আমাদের সাথে যুক্ত হয়ে খতমে নবুওয়তের সুরক্ষায় আপনার ভূমিকা পালন করুন।