স্বীকারোক্তি ও ঘোষণা
আমি ঘোষণা করছি যে, আমি একজন মুসলমান। আমি হযরত মোহম্মাদ সা. কে সর্বশেষ নবী বিশ্বাস করি। আমি বিশ্বাস করি যে, নবুওয়তের দাবিদার মির্জা গোলাম আহমদ কাদিয়ানি একজন মিথ্যুক ও প্রতারক এবং তাকে নবী বিশ্বাসকারী কাদিয়ানি সম্প্রদায় অমুসলিম ও কাফের। আমি কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে সংখ্যালঘু অমুসলিম ঘোষণার দাবিতে একমত পোষণ করি।